Story of a Three Friends
শিরোনাম: সময়ের বাঁধন – রামপুরের তিন বন্ধুর গল্প শান্ত, সবুজে মোড়া ছোট্ট শহর রামপুর। এই শহরের বুকেই একসাথে বড় হয়েছিল তিন বন্ধু — আয়ান, ঋষি, আর জয়া। একই বছরে জন্ম, কয়েক সপ্তাহের ব্যবধানে। হাঁটতে শেখার পর থেকে ওরা একসাথে দৌড়েছে — সরিষা ফুলের মাঠে, বর্ষার কাঁদা রাস্তায়, আর স্কুলের মাঠে স্বপ্নের পেছনে। ওদের বন্ধুত্ব শুধু সময় নয়, বিশ্বাসেও গড়া। --- শৈশবের দিনগুলো আয়ান ছিল স্বপ্নবাজ — রঙে আঁকতো নিজের ভাবনা, আকাশ আর তারায় হারিয়ে যেত। ঋষি ছিল চুপচাপ, কিন্তু মেধাবী — ভাঙা সাইকেল হোক বা মন, সব কিছু ঠিক করে ফেলত। আর জয়া? সে ছিল আগুন — হাসিখুশি, সাহসী, আর স্পষ্টভাষী। ওদের পৃথিবী ছিল সহজ — স্কুল, মন্দিরের মাঠে সন্ধ্যার ক্রিকেট, আর নদীর ধারে সূর্য ডোবার সময় কথা বলা। একবার ওরা প্রতিজ্ঞা করেছিল — বটগাছের নিচে দাঁড়িয়ে — “আমরা কখনো আলাদা হব না।” --- বাঁক বদলের সময় কিন্তু সময় থেমে থাকে না। হাই স্কুলের পরে জীবনের রাস্তা আলাদা হয়ে গেল। আয়ান দিল্লি চলে গেল আর্ট কলেজে। ঋষি রয়ে গেল, বাবার রিপেয়ার দোকানে সাহায্য করতে লাগল। জয়া সিভিল সার্ভিসে সিলেক্ট হয়ে গেল, চলে গেল লখনউ। মোবাইলে কথা কমে গেল। দেখা হওয়া প্...